ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের ‘জিরো’ নির্মাতা আনন্দ করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
শাহরুখের ‘জিরো’ নির্মাতা আনন্দ করোনা আক্রান্ত আনন্দ এল রাই ও শাহরুখ খান

বলিউডের নির্মাতা আনন্দ এল রাই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। টুইটারে তিনি নিজেই এ খবর জানিয়ে তার সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ করেছেন।

 

শাহরুখ খান অভিনীত ‘জিরো’ (২০১৮) নির্মাতা করোনায় সংক্রমিত হলেও কোনো উপসর্গ নেই। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আনন্দ এল রাই টুইটারে জানান, আজ আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। সবাইকে জানাতে চাচ্ছি যে আমার কোন করোনা উপসর্গ নেই এবং আমি ভালো আছি। যথাবিধি আমি কোয়ারেন্টিনে আছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সরকারি নির্দেশনা অনুসরণ করে কোয়ারেন্টিন মানার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

আনন্দ এল রাই এখন ‘অতরঙ্গি রে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সিনেমাটিতে অভিনয় করছেন সুপারস্টার অক্ষয় কুমার, দক্ষিণী তারকা ধনুষ এবং সারা আলী খান।  

চলতি বছরে আনন্দ এল রাইয়ের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’। গত বছরে মুক্তি পায় ‘লাল কপ্তান’।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।