ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নেপালে যাচ্ছে মোশাররফ করিমের ‘ডিকশনারি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
নেপালে যাচ্ছে মোশাররফ করিমের ‘ডিকশনারি’

মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে বক্স অফিসেও ভালো ব্যবসা করছে মোশাররফ করিম অভিনীত ব্রাত্য বসুর সিনেমা ‘ডিকশনারি’। এবার নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হলো।

 

গেল ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’। টলিউডের এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ইতোমধ্যে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এবার সেটা উপভোগ করবে নেপাল।  

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য ‘ডিকশনারি’ নির্বাচিত হওয়ার খবরটি সামাজিকমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান।  

ব্রাত্য বসু পরিচালিত এবং ফেরদৌসুল হাসান প্রযোজিত সিনেমাটি বুদ্ধদেব গুহর লেখা দু’টি গল্প ‘বাবা হওয়া’ আর ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে।  

‘ডিকশনারি’ সিনেমায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, নুসরাত জাহান, মোশাররফ করিম ও পৌলমী বসু। সম্পর্কের অন্য অভিধান নিয়ে কথা বলেছে সিনেমাটি। এখানে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অসুর’ সিনেমার পর আরও একবার দুই তারকা আবির-নুসরাত স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।  

দেখুন ‘ডিকশনারি’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।