ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিরিয়াল কিলারের গল্প নিয়ে ‘খয়ের পান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
সিরিয়াল কিলারের গল্প নিয়ে ‘খয়ের পান’ নাকটির দৃশ্যে ফজলুর রহমার বাবু ও শহিদুজ্জামান সেলিম

সলেমান একজন পেশাদার খুনি। রেললাইনের পাশে তার একটি চা-পানের দোকান আছে।

সারাদিন পান বিক্রি ও খোশ-গল্পে সময় কাটে তার। তিনি বানানো গল্প শুনিয়ে মানুষকে প্রেরণা দেন। কিন্তু মাঝে মাঝে সলেমানের কাছে এক ব্যক্তি একটি পানের খিলি নিতে আসেন। আর যাওয়ার সময় একটিকে পাঁচশ টাকার নোট দিয়ে যান। যে টাকার নোটে ভিকটিমের নাম ও ঠিকানা থাকে! 

টাকায় যে লোকটির নাম ও ঠিকানা থাকে সেই লোকটিই হত্যা হয়। পুলিশ প্রতিটি লাশ শনাক্ত করে দেখে প্রত্যেকটি লোক রেপিস্ট! স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হতে থাকে, একজন সিরিয়াল কিলার প্রতিটি রেপিস্টকে হত্যা করছে। পুলিশ হন্যে হয়ে সেই কিলারকে খুঁজতে থাকে। কিন্তু হত্যাকারীর কোন মোটিভ খুঁজে পায় না।

এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘খয়ের পান’। সজল আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মনজুরুল হক মনজু।

‘খয়ের পান’ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমার বাবু, শহিদুজ্জামান সেলিম, শেলী আহসান, খাইরুল আলম টিপু, মেহজাবিন মায়া, জাফরিন জেরিন প্রমুখ।

আসন্ন ঈদুল ফিতরে ‘খয়ের পান’ বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।