ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যেমন আছেন ‘সুজন সখী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
যেমন আছেন ‘সুজন সখী’

১৯৭৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রোমান্টিক সিনেমা ‘সুজন সখী’। খান আতাউর রহমান পরিচালিত এই সিনেমার মধ্য দিয়ে ফারুক-কবরী জুটি দর্শকদের মনে জায়গা করে নেন।

সিনেমাটি পায় কালজয়ীর তকমা।

এই সিনেমাটি ছাড়াও ‘জলছবি’, ‘ত্রিরত্ন’, ‘সারেং বউ’, ‘দিন যায় কথা থাকে’, ‘মধুমতি’, ‘শহর থেকে দূরে’ ‘আশা’সহ বেশকিছু সিনেমা দিয়ে বড় পর্দা মাতিয়েছে এই আইকনিক জুটি। তবে রোমান্টিক সিনেমা হিসেবে তাদের ‘সুজন সখী’ আজও নন্দিত।

‘সুজন সখী’র ফারুক ও কবরী ভালো নেই। দু’জনই গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ফারুক রয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আর কবরী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে।

গত ৪ মার্চ থেকে ফারুক সিঙ্গাপুরে। ২১ মার্চ থেকে আইসিইউতে অচেতন অবস্থায় রয়েছেন তিনি। ফারুকের ছেলে রোশন হোসেন শরৎ জানান, বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তার এমআরআই পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।

এদিকে করোনা আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে রয়েছেন কবরী। বর্তমানে আইসিইউতে তার চিকিৎসা চলছে। এই অভিনেত্রীর ছেলে শাকের চিশতী জানান, কবরীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি কোনটাই হয়নি।

সিনেমার এই সুজন সখী জুটির শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত পুরো ইন্ডাস্ট্রি। তাদের সুস্থতা কামনায় সারা দেশের ভক্ত অনুরাগীরা প্রার্থনা করছেন। গত শুক্রবার (০৯ এপ্রিল) জুম্মার নামাজের পর চলচ্চিত্র শিল্পী সমিতিও এই তারকা জুটির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।