ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কম বয়সীরা ‘স্যার’ না বললে খুব রাগ করতেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
কম বয়সীরা ‘স্যার’ না বললে খুব রাগ করতেন তারিক আনাম খান ও এস এম মহসীন

না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা এস এম মহসীন। তার মৃত্যুতে শোক নেমে এসেছে মঞ্চ ও টেলিভিশন অঙ্গনে।

একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আরেক বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান।  

ফেসবুকে তিনি লেখেন, ‘প্রতিদিন এ মৃত্যু নেওয়া যাচ্ছে না। লিখতেও চাই না, খুব কষ্ট হচ্ছে। মহসীন ভাই, মহসীন স্যার ও এস এম মহসীন। দিল্লীতে ছিলেন মহসীন দাদা, ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্র। সবার প্রিয় মহসীন দাদা। এমন কী আমাদের অধ্যক্ষ, পরিচালক ইব্রাহিম আল কাজীও ডাকতেন ‘মহসীন দাদা’। স্কুলের হোস্টেল, ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত সব সমস্যার সমাধান- মহসীন দাদা। আমাদের বাংলাদেশি ছাত্রদের নির্ভরতার নাম মহসীন ভাই। ’

তারিক আনাম খান আরও লেখেন, ‘ভালোই তো ছিলেন। যোগ ব্যায়ামের সর্বোচ্চ নম্বরধারী। ভীষণ শৃঙ্খলা জীবন যাপনে। করোনা তাকেও রেহাই দিল না! ‘তারিক, আমারে ডাইকো, অভিনয় করতে চাই’! কম বয়সীরা ‘স্যার’ না বললে খুব রাগ করতেন, খেতে খুব পছন্দ করতেন। এসব নিয়ে আড়ালে আমরা অনেকেই হাসাহাসি করেছি! মাফ চাওয়াটা তো হলো না। শেষ বিদায়টাও জানানো হলো না। অপরাধী হয়ে রইলাম! যেখানেই থাকেন ভালো থাকবেন স্যার, মহসীন দাদা, মহসীন ভাই—অভিনেতা এস এম মহসীন।

রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এস এম মহসীন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পডুন> করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।