ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে সিনেমাওয়ালার ইউটিউবে আসছে ‘ফ্যামিলি এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
ঈদে সিনেমাওয়ালার ইউটিউবে আসছে ‘ফ্যামিলি এক্সপ্রেস’

ছয়টি নাটক নিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ সিরিজ ‘ফ্যামিলি এক্সপ্রেস’। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও তার সহকারীরা নাটকগুলো পরিচালনা করেছেন।

প্রযোজনা করেছে সিনেমাওয়ালা।  

ছয়টি নাটকের নাম হলো- ‘অ্যাওয়ার্ড’, ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’, ‘সিকিউরিটি গার্ড’, ‘ইয়েস নো ভেরি গুড’, ‘ইমপসিবল’ এবং ‘পেপার গার্ল’।

সিরিজটি প্রসঙ্গে রাজ বলেন, সিনেমাওয়ালা টিমে আমার সহকারী পরিচালকদের আমি পরিবারের সদস্যই ভাবি। আমরা সবাই মিলে পারিবারিক বন্ধনগুলোকে কেন্দ্র করে নতুন নাটকগুলো বানিয়েছি। তাই সিরিজটির নাম রেখেছি ‘ফ্যামিলি এক্সপ্রেস’।

করোনাকালে এসব গল্প পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেও জানান তিনি।

নাটকগুলোতে ব্যবহৃত গানগুলো লিখেছেন জনি হক, মাহমুদ মানজুর ও রাশেদ রাব্বি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, মার্সেল, সৈয়দ নাফিস। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, মার্সেল, সৈয়দ নাফিস, এমএনইউ রাজু। একটি গানের কথা, সুর ও কণ্ঠ রবিনের।

নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতরে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে ‘ফ্যামিলি এক্সপ্রেস’ সিরিজের নাটকগুলো প্রকাশ পাবে।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।