ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করলেন সুস্মিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করলেন সুস্মিতা সুস্মিতা সেন

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেনের অভাবে দেশটিতে মারা যাচ্ছেন বহু করোনা রোগী।

রাজধানী দিল্লিতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট।

এমন পরিস্থিতিতে দিল্লির একটি হাসপাতালের জন্য বেশকিছু অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করেছেন বলিউড তারকা সুস্মিতা সেন।

টুইটারে সুস্মিতা একটি ভিডিও শেয়ার করেছেন, এতে দিল্লির একটি হাসপাতালের সিইও-কে অক্সিজেনের অভাবে কান্না করতে দেখা যাচ্ছে।  

এরপর হাসপাতালটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘বিষয়টি মর্মস্পর্শী। সবখানে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। দিল্লির হাসপাতালটির জন্য আমি বেশকিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি। কিন্তু মুম্বাই থেকে সেখানে পাঠানোর পরিবহণ পাচ্ছি না। এই বিষয়ে কেউ সহায়তা করতে পারলে জানাবেন। ’

এই পোস্টে অনেকে কমেন্ট করেন। নানা ধরের পরামর্শও দেন। তবে কয়েকজন অক্সিজেন সিলিন্ডার দিল্লি না পাঠিয়ে মুম্বাই রাখার পরামর্শ দিলে সুস্মিতা জানান, মুম্বাইতে এখনও পর্যাপ্ত সিলিন্ডার রয়েছে, ঘটতি বেশি দিল্লিতে।

পরে অবশ্য এই তারকা জানান, আপাতত দিল্লির ওই হাসপাতাল কিছু সিলিন্ডার ব্যবস্থা করতে পেরেছে। তাই তিনি সিলিন্ডার মুম্বাই থেকে দিল্লি পাঠানোর জন্য আরও কিছু সময় পেলেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।