ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বলিউডে সুযোগ নেই, দক্ষিণী সিনেমায় কাজ খুঁজছেন রিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ৫, ২০২১
বলিউডে সুযোগ নেই, দক্ষিণী সিনেমায় কাজ খুঁজছেন রিয়া রিয়া চক্রবর্তী

শিগগিরই মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমীর সঙ্গে রিয়া চক্রবর্তী অভিনীত সিনেমা ‘চেহরে’। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও মাদক কাণ্ডের পর বলিউডে এখন আর কোনও কাজ পাচ্ছেন না রিয়া।

তাই আপাতত মুম্বাই নয়, রিয়া চক্রবর্তীর নতুন গন্তব্য টলিউড তথা দক্ষিণী চলচ্চিত্র। সেখানেই এবার কাজ করবার পরিকল্পনা করছেন সুশান্ত রাজপুতের প্রাক্তন বান্ধবী।

সম্প্রতি হায়দ্রাবাদ যাওয়ার সময়ই মুম্বাই বিমানবন্দরে রিয়ার সঙ্গে কথা হয় সাংবাদিকদের। সঙ্গে পাপারাজ্জিরা তো ছিলই। তখনই জানা যায়, বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজকদের সঙ্গে দেখা করবেন রিয়া। তবে অভিনেত্রী নিজে এব্যাপারে কিছু বলতে চাননি।

গত বছরের জুনে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্ক ঘনায় রিয়াকে নিয়ে। প্রয়াত অভিনেতার বাবা সুশান্তের আত্মহত্যার জন্য দায়ী করেন রিয়াকেই। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে মাদক মামলার কারণে হাজতবাসও করতে হয় তাকে। তবে পরে তিনি জামিন পেয়ে যান। কিন্তু সেই থেকেই যেন বলিউডে আর নিজের জায়গা ফিরে পাওয়া সম্ভব হয়নি রিয়ার।

এমনকি ‘চেহরে’ সিনেমার প্রথম টিজার কিংবা পোস্টার, সবকিছুতেই অদৃশ্য রিয়া। এ নিয়ে বিতর্কও শুরু হয়। তবে সিনেমার প্রযোজক আনন্দ পণ্ডিত পরিষ্কার জানিয়েছেন, তারও বিশ্বাস রিয়া দোষী নন। সেই জন্য তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়নি। কিন্তু তাকে ঘিরে থাকা বিতর্কের কারণেই প্রচারে ব্যবহৃত হয়নি তার মুখ। প্রসঙ্গত, গত অক্টোবরে জামিন পান রিয়া। কিন্তু তারপরও বিতর্ক ঘনাতে থাকে তাকে ঘিরে। আপাতত তাই দক্ষিণমুখী রিয়া।  

রিয়া চক্রবর্তী তেলুগু সিনেমায় আগেও কাজ করেছেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুনিগা তুনিগা’ নামের এক সিনেমায় দেখা গিয়েছিল তাকে। যদিও এরপর থেকে তাকে কেবল হিন্দি সিনেমাতেই কাজ করতে দেখা গেছে। এবার অবস্থার বিপাকে ফের দক্ষিণী চলচ্চিত্রের জগতেই ফিরতে চলেছেন রিয়া।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ০৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।