ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অশ্লীলতা বাদ দিয়ে সিনেমা হোক: ভারতের উপরাষ্ট্রপতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
অশ্লীলতা বাদ দিয়ে সিনেমা হোক: ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরষ্কার নিচ্ছেন কঙ্গনা

অবশেষে দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে জয়ীদের হাতে। পুরস্কার তুলে দেন ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

সোমবার (২৫ অক্টোবর) অনুষ্ঠানটিতে সিনেমার পরিচালকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন নাইডু। সবাইকে ‘অশ্লীলতা ও হিংসা’ বাদ দিয়ে সিনেমা নির্মাণের আহ্বান জানিয়েছেন তিনি। যা সমাজ পরিবর্তনের পাশাপাশি মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করতেও সক্ষম হয়।  

ভারতের উপরাষ্ট্রপতি বলেন, ‘এমন বিষয় নির্বাচন করা থেকে বিরত থাকতে হবে যা সমাজের খারাপ দিককে বেশি হাইলাইট করে। বরং এমন দিককে তুলে ধরতে হবে যা সমাজ বদল করতে পারে। ’ 

তিনি আরও বলেন, ‘কোনো সিনেমা একটা দেশের পরিচয়কে গোটা বিশ্বের কাছে তুলে ধরে। তাই সিনেমা বানানোর সময় ‘ভারতীয় সংস্কৃতি’র দিকেও খেয়াল রাখা উচিত। ’

এবার যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মনোজ বাজপেয়ী ও দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুশ। আর শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন কঙ্গনা রনৌত।

এবার ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পেয়েছেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।