ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাহরুখপুত্রকে ফাঁসানো হয়েছে: মহারাষ্ট্রের মন্ত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
শাহরুখপুত্রকে ফাঁসানো হয়েছে: মহারাষ্ট্রের মন্ত্রী

বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্রকে আরিয়ানকে মাদককাণ্ডে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন এনসিপি নেতা তথা ভারতে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।  

তিনি অভিযোগের আঙুল তুলেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে।

সর্বভারতীয় এক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটাও বলেছেন যে ওয়াংখেড়ে তার চাকরি খোয়াবেন।  

নবাব মালিক বলেছেন, আন্তর্জাতিক মাদকচক্র ধরাই এনসিবির কাজ। আর ছোটখাটো বিষয়গুলো দেখা পুলিশের কাজ। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এনসিবি এ ধরনের কাজ করে না।  

খেলা শুরু হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী মামলাকে ঘিরে, এমন মন্তব্য করে তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ছিল। হাই কোর্টও রিয়াকে বেকসুর খালাস দিয়েছে। তারপরই হঠাৎ করে দেখা গেল বলিউডের বেশ কয়েকজনকে এ বিষয়ে ডাকা হল। সেই তালিকায় ছিলেন ২৫ জন। কিন্তু কেন তাদের ডাকা হল তার কোনো চার্জশিটও ছিল না।  

তিনি বলেন, এনসিবি এ ধরনের কাজ করে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে।

ওয়াংখেড়ের বিরুদ্ধে তথ্য-প্রমাণও হাতে আছে দাবি করে মালিক বলেন, ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করা হবে। তখনই ঘুষচক্রের বিষয়টি প্রকাশ্যে আসবে।  

ওয়াংখেড়ের বিরুদ্ধে ২৫ কোটি ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।