ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাহরুখের ব্লকবাস্টার সিনেমাগুলোর কোনটার কত আয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
শাহরুখের ব্লকবাস্টার সিনেমাগুলোর কোনটার কত আয়

২৯ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন ‘বাদশা’ শাহরুখ খান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

নিজেকে নিয়ে গেছেন খ্যাতির অনন্য উচ্চতায়।

শুরুটা করেছিলেন ছোটপর্দায় দিয়ে। তবে বলিউডে অভিষেক ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন শাহরুখ! এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে ‘কিং অব রোমান্স’ উপহার দিয়েই চলেছেন হিট, সুপারহিট ও ব্লকবাস্টার সব সিনেমা।

দেখে নেওয়া যাক, বক্স অফিস কাঁপানো শাহরুখ খানের কোন সিনেমাটি কত আয় করেছে-

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ানা’ ৭ কোটি ৭৫ লাখ রুপি ব্যবসা করে। একই বছর তার ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ২ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করে।

পরের বছর ১৯৯৩ সালে ‘বাজিগর’ ৭ কোটি ৭৫ লাখ রুপি ব্যবসা করে। একই বছর ‘ডর’ ব্লকবাস্টার হয়, আয় করে ১০ কোটি ৭৫ লাখ রুপি।

‘কাভি হ্যা কাভি না’ ১৯৯৪ সালের ৩ কোটি ৮৮ লাখ রুপি ব্যবসা করে।

১৯৯৫ ব্লকবাস্টার ‘করণ অর্জুন’ বক্স অফিস থেকে আয় করে নেয় ৩৫ কোটি ২৯ লাখ রুপি। একই বছর শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ও সাড়া জাগানো সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পাওয়া এবং আয় করে নেয় প্রায় ৬৩ কোটি ৩১ লাখ রুপি।

১৯৯৬ সালে ‘দিল তো পাগল হ্যায় দিয়ে তিনি আয় করেন ৩৪ কোটি ৯৭ লাখ রুপি।

‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তি পায় ১৯৯৮ সালে। আয় করে নেয় ৪৬ কোটি ৮৭ লাখ রুপি।

২০০০ সালে মুক্তি প্রাপ্ত ‘মোহাব্বতে’ আয় ৪১ কোটি ৮৮ লাখ রুপি।  

‘কাভি খুশি কাভি গম’ ২০০১ সালের মুক্তি পেয়ে আয় করে ৫৫ কোটি ৬৫ লাখ রুপি।

২০০৪ সালে ‘বীর জারা’ আয় করে ৪১ কোটি ৮৬ লাখ রুপি।  

‘চাক দে ইন্ডিয়া’ ২০০৭ সালে মুক্তি পেয়ে ৭৯ কোটি ৪২ লাখ রুপি ব্যবসা করে। একই বছর ‘ওম শান্তি ওম’ ৬৭ কোটি ৬৯ লাখ রুপি আয় করে।
‘রব নে বনা দি জোড়ি’ ২০০৮ সালে ৮৪ কোটি ৬৮ লাখ রুপি আয় করে ব্লকবাস্টার হিট হয়।  

২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ অলটাইম ব্লকবাস্টার হয়ে আয় করে নেয় ২২৭ কোটি ১৩ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।