ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিষেধাজ্ঞা কাটল, ভারতের ভিসা পেলেন ফেরদৌস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
নিষেধাজ্ঞা কাটল, ভারতের ভিসা পেলেন ফেরদৌস ফেরদৌস আহমেদ

অবশেষে ভারতের ভিসা পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রায় আড়াই বছর ধরে দেশটিতে তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল।

অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং একই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে ভারতের ভিসা পেয়ে আমি খুব আনন্দিত। ক্যারিয়ারের শুরু থেকেই দুই দেশে একসঙ্গে কাজ করেছি। সব সময় বলতাম, কলকাতা আমার দ্বিতীয় ঘর। দ্রুতই পরিবার নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছি। ভারত সরকার ও আমার কলকাতার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। ’

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে দেশটি ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই অভিনেতার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে তিনি আর ভারত যেতে পারেননি।

তবে বিষয়টি শুধুমাত্র ‘একটা ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছেন ফেরদৌস।  

১৯৯৮ সালে ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে আলোচনায় আসেন ফেরদৌস। এই সিনেমার জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর থেকে কলকাতার সিনেমার নিয়মিত মুখ হয়ে উঠেন এই তারকা।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।