ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জলবায়ু সম্মেলনে প্রদর্শিত হলো ‘নোনা জলের কাব্য’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
জলবায়ু সম্মেলনে প্রদর্শিত হলো ‘নোনা জলের কাব্য’

বিশ্বের নানা দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগিয়ে বাংলাদেশের চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’ এবার প্রদর্শিত হলো জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলনে।

সোমবার (৮ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সম্মেলনের অফিসিয়াল গ্রিন জোন হিসেবে আখ্যায়িত গ্লাসগো সায়েন্স সেন্টারের আইম্যাক্স থিয়েটারে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।


 
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের ২৬তম আসরে অংশ নিতে এর আগেই যোগ দিয়েছেন ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রের পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। এত বড় পরিসরে চলচ্চিত্রটি দেখাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।  

এই সম্মেলনে পৃথিবীর প্রায় সকল দেশের রাষ্ট্র প্রধানরা অংশ নিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নিয়েছেন।  

এর আগে একই শহরে জাতিসংঘের COY16 সম্মেলনে ২৯ অক্টোবর দেখানো হয় ‘নোনা জলের কাব্য’।

নির্মাতা জানান, দেশের সমুদ্র উপকূলবর্তী প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই চলচ্চিত্রের মূল বিষয়।  

'নোনা জলের কাব্য'-তে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনোভা তামান্না প্রমুখ। আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব।  ২৬ নভেম্বর চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পরিবেশনা করছে স্টার সিনেপ্লেক্স।    

‘নোনা জলের কাব্য’ প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও ফরাসি প্রযোজক ঈলান জিরার্দ। জিরার্দ এর আগে ‘মার্চ অব দ্য পেঙ্গুইন‘, ‘গুডবাই বাফানা’, ‘ফাইনাল পোর্ট্রেট‘-এর মতো বিখ্যাত কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।