ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রসেনজিতের নায়িকা মিথিলা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
প্রসেনজিতের নায়িকা মিথিলা! রাফিয়াথ রশিদ মিথিলা-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন রাফিয়াথ রশিদ মিথিলা। ‘আয় খুকু আয়’ সিনেমায় দেখা যাবে তাদের।

আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর, ‘আয় খুকু আয়’ সিনেমার প্রযোজক নায়ক জিৎ। এটি পরিচালনায় করবেন শুভেন্দু কুণ্ডুর। সিনেমাটিতে আরও অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোসের মতো তারকারা।

জানা গেছে, সিনেমাটিতে হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য।

পরিচালক শুভেন্দু কুণ্ডুর বলেন, ‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গ্রাম-গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। এমনটা এর আগে কখনো সিনেমায় হয়নি! বোলপুরের আশপাশে এবং কলকাতায় ‘আয় খুকু আয়’ সিনেমার দৃশ্যায়ন হবে। ’

সিনেমাটিতে বাবার চরিত্রেও অভিনয় করবেন বুম্বাদা। তবে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্র। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি।

এদিকে মিথিলা নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‌‌‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন। যেখানে মিথিলাকে দেখা যাবে বিদেশ ফেরত বাংলাদেশির চরিত্রে। সিনেমাটির কাজ এরইমধ্যে শেষ, রয়েছে মুক্তির অপেক্ষায়।

‘জলে জ্বলে তারা’ নামের আরও একটি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। সরকারি অনুদানে ইফফাত আরেফিন তন্বীর গল্পে এটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী। এতে মিথিলার নায়ক হচ্ছেন ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম।  

অন্যদিকে ‘আয় খুকু আয়’ ছাড়াও টলিউডের তিনটি সিনেমার কাজে ব্যস্ত এ অভিনেত্রী। মিথিলা কলকাতায় শেষ করেছেন ‘মায়া’ সিনেমার কাজ। হাতে রয়েছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘অ্যা রিভার ইন হ্যাভেন’ এবং অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’।  

বাংলাদেশ সময়: ১৬০৫, নভেম্বর ১৩, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।