ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পা ও রাজের নামে আর্থিক প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
শিল্পা ও রাজের নামে আর্থিক প্রতারণার মামলা রাজ ও শিল্পা

বর্তমানে পর্নোগ্রাফি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে মুক্ত আছেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তবে আবারো তার নামে থানায় মামলা করা হয়েছে, নাম এসেছে শিল্পারও।

এই তারকা দম্পতির নামে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন নীকিন বারাই নামের এক ব্যবসায়ী। এরই মধ্যে মুম্বাইয়ের বান্দ্রা থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন।

ওই ব্যক্তির অভিযোগ, ২০১৪ সালে অতিরিক্ত লাভের আশা দেখিয়ে শিল্পা ও রাজ নিজেদের ফিটনেস সংস্থায় প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করান তাকে দিয়ে। তবে দিনের পর দিন কেটে গেলেও লাভের মুখ দেখতে পাননি ওই ব্যবসায়ী। তাই টাকা ফেরত চাইলে শিল্পা ও রাজ হুমকি দেন।

তাই কোনো উপায় না দেখে শিল্পা ও রাজে নামে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এর আগে ১৯ জুলাই পর্নোগ্রাফি ভিডিও নির্মাণের অভিযোগে রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অশ্লীল সিনেমা বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেঠিকেও।

আইপিএল-এ ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। তখন তিনি রাজস্থান রয়্যালসের মালিক ছিলেন। এছাড়া ২০১৩ সালের আইপিএল-এ স্পট ফিক্সিং কাণ্ড ঘটিয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।