ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তাদের ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
তাদের ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’ ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’র একটি দৃশ্য

হাস্যরসাত্মক গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’। আরহি চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

নাটকটিতে অভিনয় করেছেন এম এ সালাম সুমন, রেজমিন সেতু, হারুনরশিদ, আলামিনসহ অনেকে।  

নাটকটি  প্রসঙ্গে অভিনেতা সুমন বলেন, ‘‘অনেক মজার একটা গল্প ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’। গল্পটা শোনার পরই কাজটি করতে আগ্রহী হই। সেতুর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। সৌমিত্র ঘোষ ইমন দক্ষতা দিয়ে নাটকটি পরিচালনা করেছেন। আশা করছি, দর্শকরা নাকটি উপভোগ করবেন। ’’

পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘সুমন-সেতুকে নিয়ে মজার একটা গল্প নির্মাণ করলাম। দু’জনের গল্পে রসায়নটা দারুণ ছিল। যা দর্শকরা দেখে মজা পাবেন। ’

রোববার (২০ নভেম্বর) রাত ৮ টায় চ্যানেল নাইনে প্রচার হবে খণ্ড নাটক ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।