ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হুমড়ি খেয়ে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ দেখছে দর্শক

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
হুমড়ি খেয়ে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ দেখছে দর্শক ‘নিষিদ্ধ প্রেমের গল্প’-এর দৃশ্যে সিমলা

আলোচিত সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) লাইভ রেডিও নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ইউটিউবে সিনেমাটি রেকর্ড গড়তে যাচ্ছে।

 

মুক্তির ২৪ ঘণ্টা পেরোনোর আগেই দেখা হয়েছে ৭৩ হাজারের বেশিবার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। আশা করা হচ্ছে ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই তা ১ লাখ ভিউয়ের ঘর পেরোবে সিনেমাটি।

সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করে। তবে পরিচালক রুবেল আনুশ সে আদেশের বিরুদ্ধে আপিল না করে ইউটিউবে মুক্তি দেন।  

রুবেল আনুশ বলেন, ‘আশা তো ছিলো সিনেমাটি হলে দেখাবো। এখন যেহেতু সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাই ইউটিউবে মুক্তি দিলাম। সেখানে যেভাবে দর্শকদের সাড়া পেয়েছি, তা আমরা কেউই আশা করি নাই। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ’

২০১৪ সালে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র শুটিং শুরু হয়েছিল। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা সিমলা। আরও অভিনয় করেছেন মামুন, মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান।

ছবিটি প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। এর সহ-প্রযোজক রেড পিকচার্স।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।