ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

মুম্বাইয়ের বাড়ি ভাড়া দিচ্ছেন সালমান খান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
মুম্বাইয়ের বাড়ি ভাড়া দিচ্ছেন সালমান খান সালমান খান

মুম্বাইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করেন বলিউড অভিনেতা সালমান খান। তবে আরও কিছু জমিজমা-বাড়ি রয়েছে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়।

তার মধ্যে রয়েছে বান্দ্রার বাড়িটিও। এই বাড়ি ভাড়া দিতে চাইছেন বলিউড ভাইজান।  

সালমান খানের বাড়ি, তাই ভাড়ার পরিমাণ একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। বান্দ্রার বাড়িটা মাসিক ৯৫ হাজার টাকায় ভাড়া দিতে যাচ্ছেন সালমান। ইতোমধ্যেই নাকি ভাড়াটিয়াও খুঁজে পেয়েছেন তিনি।

সালমানের বাড়ির ভাড়াটিয়ার নাম আয়ুষ দুয়া। চুক্তিপত্রও নাকি হয়ে গেছে। সালমানের বাড়িতে থাকার জন্য আগ্রিম ২ লাখ ৮৫ হাজার টাকাও নাকি দিতে হয়েছে সেই ব্যক্তিকে।  

বর্তামানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। অন্যদিকে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের বিয়েতে দেখা যায়নি এই অভিনেতাকে। দাওয়াত পেয়েছিলেন কিনা সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে বিয়েতে ক্যাটরিনাকে প্রায় ৪ কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন সালমান!

ক্যাটরিনা-সালমান হাতে রয়েছে টাইগার সিরিজের তৃতীয় সিনেমা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি নির্মাণ করছেন মণীশ শর্মা। এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমী।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।