ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

ভিকিকে রেখে সালমানের সঙ্গে দিল্লি যাচ্ছেন ক্যাটরিনা 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
ভিকিকে রেখে সালমানের সঙ্গে দিল্লি যাচ্ছেন ক্যাটরিনা  ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও সালমান খান

বলিউড ভাইজান সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে তাদের মধ্যে।

ক্যাটরিনার বিয়েতেও গাড়ি উপহার দিয়েছেন সালমান। আর বিয়ের পর স্বামী ভিকি কৌশলকে রেখে সালমানের সঙ্গেই দিল্লি যাচ্ছেন ক্যাটরিনা।  

‘টাইগার থ্রি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সালমান ও ক্যাটরিনা। রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া এবং মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়েছে। শেষ লটের শুটিং হবে দিল্লিতে। টাইগার সিরিজের এই সিনেমার শুটিং করতেই দিল্লি যাত্রা এই দুই তারকার।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২০২২ সালের শুরুতে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু হবে। এ জন্য জানুয়ারির মাঝামাঝি সময়ে দিল্লি যাবেন সালমান-ক্যাটরিনা। সেখানে ১৫ দিন অবস্থান করবে তারা। কড়া নিরাপত্তার মধ্যে শুটিং হবে যাতে কারও লুক ফাঁস না হয়।

ধারণা করা হচ্ছে, ‘টাইগার থ্রি’ হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা। সিনেমাটি নির্মাণ করছেন মনীষ শর্মা।  

২০১২ সালে মুক্তি পেয়েছিল সালমান ও ক্যাটরিনার ‘এক থা টাইগার’। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে সিনেমার সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। দুটি সিনেমাই বক্স অফিসে সফল হয়। এর ধারাবাহিকতায় তৈরি হচ্ছে ‘টাইগার থ্রি’।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।