ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

২৬১৪ কোটিরও বেশি আয় করলো ‘স্পাইডার-ম্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
২৬১৪ কোটিরও বেশি আয় করলো ‘স্পাইডার-ম্যান’

বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। মুক্তির দ্বিতীয় দিনেই সিনেমাটি রেকর্ড পরিমাণ আয় করেছে।

সিনেমাটি ৩০০ মিলিয়ন ডলারের ঘর পেরিয়ে ছুটে চলেছে ৫০০ মিলিয়ন ডলারের দিকে! মূলত এখন পর্যন্ত ৫টি সিনেমা দুইদিনে এই পরিমাণ আয় করার ইতিহাসের অংশ হতে পেরেছে। সে তালিকায় ‘স্পাইডার-ম্যান’ রয়েছে ষষ্ঠ অবস্থানে।

করোনার মন্দাভাব কাটিয়ে সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাচ্ছে। মহামারি পরবর্তী এটিই প্রথম সিনেমা, যা সর্বোচ্চ দর্শক টেনেছে।

মার্কিন সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, শনিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত ৩০২ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছে ‘স্পাইডার-ম্যান’। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ হাজার ৬১৪ কোটিরও বেশি।  

‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। এবার পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড। আরও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্সসহ অনেকে।  

গত ২৯ নভেম্বর আন্তর্জাতিকভাবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার আগাম টিকিট বিক্রি শুরু হয়। এরপর দর্শকরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়লে টিকিটের চাহিদার চাপে ওয়েবসাইট ক্র্যাশ করে।  

এদিকে অনলাইন টিকেটিং সার্ভিস ফ্যানড্যানগো জানিয়েছে, ২০২১ সালে তাদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’।  

সিনেমাটির সাফল্যে টম হল্যান্ড রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।