ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

১১ নম্বর প্রেমিকের সঙ্গে সুস্মিতার বিচ্ছেদের ঘোষণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
১১ নম্বর প্রেমিকের সঙ্গে সুস্মিতার বিচ্ছেদের ঘোষণা রোহান ও সুস্মিতা

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। নিজের ১১ নম্বর প্রেমিক রহমান শলের সঙ্গে সম্পর্কের ভাঙার কথা জানালেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

গত কয়েকদিন ধরেই তাদের বিচ্ছেদের খবর ঘুরে বলি পাড়ায়। এবার তাতে স্বীকার করে নিলেন খোদ অভিনেত্রী নিজেই। রোমানের সাথে ছবি শেয়ার করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই সাবেক ‘মিস ইউনিভার্স’।  

সুস্মিতা রোমানের সাথে তোলা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে। ’ 

সঙ্গে আর কোনো জল্পনা তৈরি না করারও অনুরোধ জানান তিনি।

সুস্মিতা আর রোমানের মধ্যে বয়সের পার্থক্য ১৫ বছরের। এ নিয়ে আগেও আঙুল তুলেছিলেন অনেকে। তবে সেসব পাত্তা দেননি তিনি। এমন কী, বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও দু’জনে বলতেন, সময় হলে সকলকে জানাবেন। তবে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ছোটখাটো বিষয় নিয়ে তিক্ততা বাড়ছিল। সুস্মিতাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  এরই মধ্যে নায়িকার কথাতেই নাকি তার বাড়ি ছেড়েছেন রোমান।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।