ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

স্ত্রীর সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গেলেন অপূর্ব

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
স্ত্রীর সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গেলেন অপূর্ব জিয়াউল ফারুক অপূর্ব-শাম্মা দেওয়ান

স্ত্রীকে সময় দিতে যুক্তরাষ্ট্রে গেলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বুধবার (২২ ডিসেম্বর) রাতের একটি ফ্লাইটে অপূর্ব যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

জানা গেছে, অপূর্বর তৃতীয় স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। সেখানে উচ্চতর শিক্ষা শেষে একটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানিতে চাকরি করছেন তিনি। স্ত্রীর সঙ্গে দেখা এবং একান্তে সময় কাটানোর জন্যই অপূর্বর এবারের যুক্তরাষ্ট্রে সফর।  

জানা গেছে, অপূর্ব বেশ কিছু দিন যুক্তরাষ্ট্রে থাকবেন। ঢাকায় ফিরেই আসছে ভালোবাসা দিবসের নাটকের কাজ শুরু করবেন তিনি।

চলতি বছরের ২ সেপ্টেম্বর অপূর্ব-শাম্মার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি অপূর্বর তৃতীয় আর শাম্মার দ্বিতীয় বিয়ে।  

এর আগে ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি। এই দম্পতির ‘আয়াশ’ নামের এক পুত্র সন্তান রয়েছে।

এর আগে, ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই তাদের ডিভোর্স হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।