ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে  আমির সিরাজী

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে রয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তাকে রাজধানীর রামপুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

আমির সিরাজীর বড় মেয়ে নুরজাহান সিরাজী জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে লাইফ সাপোর্টে আছেন এই অভিনেতা।  

ডাক্তারদের বরাদ দিয়ে তিনি বলেন, ‘বাবার অবস্থা আগের চেয়ে ভালো, তবে এখনও লাইফ সাপোর্টে আছেন। দেশবাসীর কাছে আমার বাবার জন্য দোয়া চাই। যাতে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। ’

যাত্রাপালায় অভিনয় করা আমির সিরাজী ১৯৮৪ সালে অভিনয়ের জন্য ঢাকায় আসেন। মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’ সিনেমায় মধ্য ঢাকাই সিনেমায় নাম লেখান তিনি। কিন্তু তার অভিনীত মুক্তি প্রাপ্ত প্রথম সিনেমা ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’।

অভিনেতা আমির সিরাজী একজন মুক্তিযোদ্ধাও। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে খল অভিনেতা হিসেবে তিনি বেশি জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।