ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনুদান নয়, শিল্পীদের কাজের ব্যবস্থা করতে চান ইলিয়াস কাঞ্চন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
অনুদান নয়, শিল্পীদের কাজের ব্যবস্থা করতে চান ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্রের শিল্পীদের কাজের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হতে পারলে এটাই তার একমাত্র কাজ হবে, এমনটি জানিয়েছেন তিনি।

রোববার (০৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই নায়ক। মূলত চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থীদের নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এবার শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিপুণরা আমার কাছে এসে বললো, দীর্ঘদিন যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মধ্যে অন্য সংগঠনগুলোর সঙ্গে একটা রেষারেষি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এই মনোমালিন্য যদি চলচ্চিত্রে থাকে তাহলে তো উন্নয়ন হবে না। আমি বিষয়গুলো ভেবে নির্বাচনে এসেছি। ’

তিনি আরও বলেন, ‘শিল্পীদের কেন মানুষ দুঃস্থ বলবে। আমরা অনেক সিনেমা বানানোর উদ্যোগ নেবো। শিল্পীদের কাজের ব্যবস্থা করবো। ’

নির্বাচনে ছেলে জয়ের কাছ থেকে উৎসাহ পেয়েছেন বলেও জানান তিনি।

নিপুণ বলেন, ‘এই চলচ্চিত্র থেকে আমি অনেক কিছু পেয়েছি। কিন্তু আজকে চলচ্চিত্র যেখানে এসে দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে আমরা একটা ক্রান্তিলগ্ন পার করছি। কাঞ্চন ভাইকে অনেক ধন্যবাদ, তিনি এই সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ইমন, সাইমন সাদিক, চিত্রনায়িকা নূতন, খল-অভিনেতা গাঙ্গুয়া, অভিনেতা আফজাল শরীফ, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে।
 
এবার সভাপতি পদে মিশা সওদাগরের বিপক্ষে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর জায়েদ খানের বিপক্ষে সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুণ। ২৮ জানুয়ারি এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।