ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রতিদিন ৪৮৬ কোটি টাকা আয় করছে ‘স্পাইডার-ম্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
প্রতিদিন ৪৮৬ কোটি টাকা আয় করছে ‘স্পাইডার-ম্যান’

একের পর এক রেকর্ড ভেঙেই যাচ্ছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। করোনার আবহের মধ্যেও চমক দেখিয়ে যাচ্ছে সিনেমাটি।

১৭ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পায়। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা ছিল, গড়েছে আগাম টিকিট বিক্রির রেকর্ড। মুক্তির পর তো সবাইকে অবাক করে বক্স অফিস কাঁপাচ্ছে।

এরই মধ্যে বিশ্ব সিনেমার আয়ের রেকর্ডের ৮ নম্বরে পৌঁছে গেছে ‘স্পাইডার-ম্যান’। বর্তমানে প্রতিদিন এটি আয় করছেন ১৯ হাজার ১৪৮ কোটি টাকা, যা ডলারে ৫৩ বিলিয়ন।  

গত ২৭ দিনে সিনেমাটি প্রতিদিন আয় করেছে ৪৮৬ কোটি টাকার বেশি। এটি হলিউড মার্কেট থেকে আয় করেছে ৬৬৮ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজারে তুলে নিয়েছে ৮৬৭ মিলিয়ন ডলার। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ সিনেমার পর যা নতুন রেকর্ড।  

‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। এবার পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড। আরও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্সসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।