ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে আসছে বাবা-মেয়ের গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
ভালোবাসা দিবসে আসছে বাবা-মেয়ের গল্প মেহজাবীন ও তারিক আনাম খান

প্রতি বছর ভালোবাসা দিবসে সাধারণত প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীর নানা রকম ভালোবাসার নাটক প্রচার হতে দেখা যায়। এবার ভিন্নধর্মী একটি গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বাবা-মেয়ের ভালোবাসার গল্পে তিনি নির্মাণ করছেন খণ্ড নাটক ‘কাজল’। এতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। তার বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান।  

নাটকটি প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, ‘ভালোবাসা দিবসে সাধারণত প্রেমিক-প্রেমিকার ভালোবাসার কথা বলাবলি হয়। আমি ভাবলাম, বাবা-মেয়ের ভালোবাসার গল্প বলবো। তাই এটি লিখেছি। ’ 

তিনি আরও জানান, ‘কাজল’র মাধ্যমে মেহজাবীনকে নিয়ে প্রায় দুই বছর পর নাটক নির্মাণ করলেন তিনি।

শনিবার (২২ জানুয়ারি) রাজধানীতে নাটকটির শুটিং পর্ব সম্পন্ন হচ্ছে। এতে আরো অভিনয় করছেন মিলি বাশার ও অপ্সরা। থাকছে বাবাকে নিয়ে একটি গান, যার সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।  

আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ‘কাজল’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।