ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে আসছে শ্রীকান্তের প্রেমের গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
ভালোবাসা দিবসে আসছে শ্রীকান্তের প্রেমের গান শ্রীকান্ত আচার্য

ভালোবাসা দিবসের প্রকাশ হতে যাচ্ছে সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠের নতুন গান-ভিডিও। এর শিরোনাম ‘আমি সুনীল বলছি’।

লেখক-গীতিকবি স্যামুয়েল হক’র কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন মুনতাসির তুষার। মিউজিক প্রোগামিং ও মিক্স মাস্টারে ছিলেন সালমান জেইম।

গানটির গল্পনির্ভর ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের জমিদার বাড়ি এবং এর আশপাশের নয়নাভিরাম স্থানে। এতে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’খ্যাত নায়ক আবু হুরায়রা তানভীর ও শারমিন আঁখি। তাদের পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকজন। আছে শ্রীকান্ত আচার্যের উপস্থিতিও। ভিডিও নির্মাণ করেছেন শিহাব শিকদার।

নিজ কণ্ঠের গান ‘আমি সুনীল বলছি’ প্রসঙ্গে শ্রীকান্ত আচার্য বলেন, ‘এটি একটি ঐতিহাসিক প্রেমের গান। যে গানের নায়ক নন্দিত কবি, ঔপন্যাসিক ও লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। কবি এ গানে তার নায়িকা মনীষা’র বর্ণনা করতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানের পাশাপাশি পরিস্থিতির কথা তুলে ধরেছেন। গানটি শুনলেই শ্রোতারা তা বুঝতে পারবেন।

তিনি আরও বলেন, ‘গানটির বিশেষত্ব হচ্ছে, এ ধরনের গীতিকবিতা নিয়ে কাজ করার লেখক খুব বেশি নেই। তাই এ গানের গীতিকবি স্যামুয়েল হককে শ্রদ্ধা জানাতেই হয়। সত্যিই, গানের গল্পটা বেশ মুগ্ধ করেছে আমায়। গানের কথার পাশাপাশি মুনতাসির সুরও করেছেন অসাধারণ। ’

২০২১ সালের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের সিএল লেনের ‘স্টুডিও ভাইব্রেশন’- এ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্রীকান্ত আচার্য। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসের সন্ধ্যায় দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে থেকে প্রকাশ পাচ্ছে শ্রীকান্ত আচার্যের কণ্ঠের এই গান।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।