বাবা ও মেয়ের মধ্যকার সম্পর্ক নিয়ে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’খ্যাত নির্মাতা রুবেল আনুশ নির্মাণ করেছেন ওয়েব ফিকশন ‘বাবার লেখা চিঠি’। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রকাশ পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আশীষ খন্দকার এবং তার মেয়ের চরিত্রে সালহা খানম নাদিয়া। রাকায়েত রাব্বির চিত্রনাট্যে এতে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, কৌশিক ও মোহাম্মদ সালমান।
‘বাবার লেখা চিঠি’ প্রসঙ্গে রুবেল আনুশ বলেন, সন্তান যখন হুট করে কারো হাত ধরে পালিয়ে যায় তখন একজন বাবা অনেক কষ্ট পান। এ গল্পে বাবার সেই মানসিক অবস্থাটা তুলে আনতে চেষ্টা করেছি।
তিনি আরো জানান, লাইভ টেকনোলিজসের প্রযোজনায় ফেব্রুয়ারির প্রথম দিকে টানা ৪ দিন ময়মনসিংহে ফিকশনটির শুটিং হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ‘বাবার লেখা চিঠি’ দেখা যাচ্ছে সিনেমাটিকে অ্যাপে। এটি ছাড়াও এ মাসেই রুবেল আনুশ পরিচালিত আরেকটি ফিকশন ‘জীবন একটা দুই চাক্কার সাইকেল’ মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জেআইএম