ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বৈধ সাধারণ সম্পাদক আমিই রয়ে গিয়েছি: নিপুণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বৈধ সাধারণ সম্পাদক আমিই রয়ে গিয়েছি: নিপুণ নিপুণ আক্তার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বৈধ সাধারণ সম্পাদক নিপুণই, এমনটা দাবি করেছেন তিনি নিজেই।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিএফডিসিতে সংবাদ সম্মেলন ডেকে শিল্পী সমিতির কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

আদালতের দেওয়া আদেশের বিষয়টি স্পষ্ট করার জন্য সংবাদ সম্মেলনটি করেছেন বলেও জানিয়েছেন তিনি।

সে সময় নিপুণ বলেন, ‘ফুল বেঞ্চে যে শুনানি হয়েছে, তাতে দুটি রায় হয়েছে। একটিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সে অনুযায়ী বৈধ সাধারণ সম্পাদক হিসবে আমিই রেয়ে গিয়েছি, সেভাবেই চেয়ারে বসেছি। পাশাপাশি স্থিতাবস্থা দিয়েছেন। মানে যে যেভাবে আছে সে সেভাবেই থাকবে। অর্থাৎ যেহেতু আমি শপথ নিয়ে কার্যক্রম শুরু করেছিলাম, আমি আমার কাজ চালিয়ে যাবো। ’

সংবাদ সম্মেলনটিতে উপস্থিত হয়ে শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, ‘গতকাল আদালতের ফুল বেঞ্চ শুনানিতে আমার এবং বোর্ডের সদস্য মোহাম্মাদ হোসেনকে ধন্যবাদ জানিয়ে কাজের প্রশংসা করা হয়। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। ’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিন রেখেছেন হাইকোর্ট। নিপুণের আইনজীবীর আবেদনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।