ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০

প্রথমবার পুরস্কার পেলেন সিয়াম, উৎসর্গ প্রয়াত সহকর্মীকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
প্রথমবার পুরস্কার পেলেন সিয়াম, উৎসর্গ প্রয়াত সহকর্মীকে সিয়াম আহমেদ

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটির জন্য সিয়াম এই রাষ্ট্রীয় সম্মাননা পেলেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সিয়াম বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌। এই অর্জন আমার একার নয়, আমার পরিবার ও আমাদের টিম (বিশ্বসুন্দরী)সহ সংশ্লিষ্ট সকলের। পরিবার যদি আমাকে কাজের সুযোগ দিয়ে সাপোর্ট না করত, তাহলে মনে হয় না আজকের এই স্থানে আমি আসতে পারতাম। ’

‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে তা একই সিনেমার প্রয়াত কোরিওগ্রাফার সহিদুর রহমানকে উৎসর্গ করেছেন তিনি। এই কোরিওগ্রাফার নিজেও শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে নির্বাচিত।

সিয়াম বলেন, ‘আমাদের টিম মেম্বার কোরিওগ্রাফার সুমন ভাইকে (সহিদুর রহমান) এ পুরস্কার উৎসর্গ করতে চাই। তিনি শুটিংয়ের সময় বারবার বলতেন জাতীয় পুরস্কার অনেক বড় বিষয়, এটা দায়িত্ব বাড়িয়ে দেয়। এ মানুষটি এবার পুরস্কার পেয়েছেন। কিন্তু দেখে যেতে পারলেন না। ’

সবশেষে সিয়াম বলেন, ‘আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ, জুরিদের প্রতি কৃতজ্ঞ। এত বড় সম্মান আমাকে ও আমার পরিবারকে দেওয়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। ’

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।