বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন অবস্থায় চরম বিপাকে স্বল্প আয়ের মানুষরা।
আলোচিত বিষয়টি নিয়ে ‘নিত্যপণ্যের দাম বাড়ছে’ শিরোনামের একটি গান প্রকাশ করলেন হিরো আলম। গানটি হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেজে প্রকাশ করা হয়েছে।
মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবার স্বরূপ গানটি করেছেন হিরো আলম। আকাশ নিবিরের লেখা গানটির মিউজিক করেছেন মমো রহমান।
এর আগে ভালোবাসা দিবসে হিরো আলম কণ্ঠে তুলে নিয়েছিলেন হলিউডের জনপ্রিয় ‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানটি। তার আগে বর্তমান সময়ের ভাইরাল ‘পুষ্পা’ সিনেমার গান নিয়ে হাজির হয়েছিলেন তিনি।
শিগগিরই হিরো আলমের তিনটি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলো- ‘বউ জামাইয়ের লড়াই’, ‘নষ্টের কষ্ট’ এবং ‘টোকাই’। এছাড়াও মার্চ মাস থেকে নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এনএটি