ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

নায়কের স্ত্রী হওয়া মানে বিষ পান করা: অমিত-পত্নী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
নায়কের স্ত্রী হওয়া মানে বিষ পান করা: অমিত-পত্নী অনন্যা ও অমিত হাসান

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। নায়ক হিসেবে টানা দুই যুগের বেশি সময় অভিনয় করেছেন তিনি।

তবে বর্তমানে খল-চরিত্রে বেশি দেখা যায় তাকে।

ঢাকাই সিনেমার এই অভিনেতা অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে তাদের সঙ্গে বহু রোম্যান্টিক দৃশ্যেও অভিনয় করতে হয়েছে অমিত হাসানকে।

পর্দায় নায়িকাদের সঙ্গে স্বামীকে রোম্যান্টিক হতে দেখে কেমন লাগে, প্রথমবারের মতো সে কথা জানিয়েছেন অমিত হাসানের স্ত্রী অনন্যা।

শনিবার (১৬ এপ্রিল) চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে সাইমনের সঙ্গে আলাপকালে স্বামীর রোম্যান্টিক দৃশ্যের অভিনয় প্রসঙ্গে কথা বলতে দেখা যায় অনন্যাকে।

এক প্রশ্নে অমিতপত্নী বলেন, ‘আমি উপভোগ করি। কারণ আমি জেনেশুনে বিষপান করেছি! নায়কের স্ত্রী হওয়া মানে তো বিষ পান করা। এটা হজম করতে হবে। একশ’টা নায়িকার সঙ্গে সে কাজ করে। সেটা জেনেশুনেই কিন্তু আসতে হয়েছে আমাকে। ’

তবে একেবারেই যে নায়িকাদের সঙ্গে শুটিং করায় খারাপ লাগেনি সেরকমও নয়। অনন্যা জানান, একবার রাঙামাটিতে পপির সঙ্গে রোম্যান্টিক দৃশ্য দেখে মন খারাপ হয়েছিল তার। এ নিয়ে অমিত হাসানের সঙ্গে ঝগড়াও করেছিলেন। তবে একদিনের ঝগড়ার পর বুঝতে পারেন এটা অভিনয়। তিনি উপলদ্ধি করতে পারেন ব্যক্তিগত জীবন ও অভিনয় দুইটা ভিন্ন বিষয়।

অনন্যা আরও জানান, তিনি সিনেমা ভালোবাসেন। শাবনূর, মৌসুমী, পপি, পলিসহ ওই সময়ের অনেক নায়িকা তার ভালো বন্ধু। শাবনূর বিদেশে থাকায় তাকে মিস করেন তিনি। তবে অস্ট্রেলিয়া থেকে দেশে আসলে একসঙ্গে আড্ডা দেন, ঘুরতেও যান।  

নব্বইয়ের দশকে ক্যারিয়ারের সুসময়ে থাকাকালীন সময়ে অনন্যাকে বিয়ে করেন অমিত হাসান। দেখতে দেখতে সংসার জীবনের ২৫ বছর পার করে দিয়েছেন। তাদের সুখের সংসারে দুই সন্তান রয়েছে। অনন্যা মনে করেন, দুজনের প্রতি দুজনের বিশ্বাস থেকেই এতবছর সংসার টিকে রয়েছে।

বলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতি শাহরুখ খান ও গৌরি। তাদের প্রেম ও সংসারের গল্প সবাইকে অনুপ্রেরণা দেয়। অমিত হাসানের স্ত্রী অনন্যা জানান, তাদেরকেও নাকি অনেকে শাহরুখ-গৌরির সঙ্গে তুলনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।