ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

চার বছর পর আসছে শুভ্র দেবের গানচিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
চার বছর পর আসছে শুভ্র দেবের গানচিত্র সহশিল্পীর সঙ্গে শুভ্র দেব

নতুন গান নিয়ে ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় গায়ক শুভ্র দেব। চার বছর পর প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন গানচিত্র।

‘গার্লফ্রেন্ড’ শিরোনামের গানটির কথা-সুর ও সংগীত সবই তার। সম্প্রতি রাজধানীর একটি রিসোর্টে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

গানচিত্রটির শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ফেসবুকে শুভ্রদেব লেখেন, আমার জীবনে সবচেয়ে কঠিন শুটিং। আমি জানি আমার 'গার্লফ্রেন্ড' নিয়ে অনেক কথা হবে, কিন্তু আমি পেশাদার গায়ক তাই এতো পরিশ্রম করেছি! 

তিনি জানান, প্রায় বছর খানেক সময় নিয়ে গানটি তৈরি করেছেন। এর অর্ধেক কাজ হয়েছে আমেরিকায় এবং বাকিটুকু বাংলাদেশে। নিডো খানের নির্দেশনায় এতে তার বিপরীতে সহশিল্পী হিসেবে দেখা যাবে ইশরাত তিথিকে।

বাংলাদেশের হাতে গোনা যে দু’একজন গায়ক ভারতীয় সংগীত প্রতিষ্ঠান এমটিভি'র তৈরি মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে শুভ্র দেব প্রথমদিকের একজন। আর 'গার্লফ্রেন্ড' গানচিত্রের কাজ এমটিভি’র মতো বিশাল পরিসরে হয়েছে বলে জানিয়েছেন এই গায়ক।

জানা যায়, অনুপম মিউজিকের ব্যানারে নির্মিত গানচিত্রটি ঈদের আগেই প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।