ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

আসছে শুভশ্রীর নতুন সিনেমা ‘বিসমিল্লা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
আসছে শুভশ্রীর নতুন সিনেমা ‘বিসমিল্লা’

সংসার সামলে একের পর এক নতুন সিনেমায় অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবার আসছে এই তারকার ‘বিসমিল্লা’ নামের একটি সিনেমা।

ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত সিনেমাটির পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। এতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন তার থেকে বয়সে ৮ বছরের ছোট ঋদ্ধি সেন। এটি এই জুটির প্রথম সিনেমা।

এছাড়া আরো অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, গৌরব চক্রবর্তীর মতো অভিনেতারা।  

এরই মধ্যে সম্পন্ন হয়েছে ‘বিসমিল্লা’র শুটিং। কলকাতা ও পুরুলিয়ায় হয়েছে শুটিং। এতে একেবারেই ভিন্ন রূপে ধরা দেবেন শুভশ্রী। চলতি বছর ১৯ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অসম বয়সী প্রেমের গল্প নিয়েই তৈরি ‘বিসমিল্লা’। ‌ এক মুসলিম পরিবারের ছেলে যার জীবনের ধ্যানজ্ঞান বাদ্যযন্ত্র সানাই নিয়ে। আর এই সানাইয়ের সুর কীভাবে এক অসমবয়সী প্রেমের জন্ম দেয়- তাই পরিচালক গল্পে তুলে ধরবেন।

সর্বশেষে পর্দায় শুভশ্রী অভিনীত ‘হাবজি গাবজি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন পরমব্রত। এটি দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ২৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।