ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ হলো নিলয়-হিমির নতুন নাটক

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০২২
প্রকাশ হলো নিলয়-হিমির নতুন নাটক জান্নাতুল সুমাইয়া হিমি-নিলয় আলমগীর

ছোট পর্দার এই সময়ের অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে তাদের।

বুধবার (২৯ জুন) দুপুরে প্রকাশ হলো এই জুটির নতুন নাটক ‘মোবারক’।  

আসাজ যূবায়ের কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারের পর জি-সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।

নাটকটি প্রসঙ্গে হিমি বলেন, ‘এই নাটকের গল্পটি দারুণ। নিলয় ভাইয়ের সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছি। সেগুলো দর্শক পছন্দ করেছে। আশা করছি এই নাটকটিও দর্শকদের ভালো লাগবে। ’

নিলয় ও হিমি ছাড়াও ‘মোবারক’-এ আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, সায়কা আহমেদ, সীমান্ত আহমেদ, সেলজুক তারিক, আশরাফ টলু, কাকন চৌধুরী, মিঃ আক্কেল সাদিকা মালিহা শখ প্রমূখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।