ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কাজে ফিরলেন মৌসুমী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০২২
কাজে ফিরলেন মৌসুমী অভিনেত্রী মৌসুমী

‘সোনার চর’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। এতে আরো রয়েছেন ওমর সানী ও জায়েদ খান।

সম্প্রতি মৌসুমীকে নিয়ে এই দুই নায়ক দন্দ্বে জড়িয়ে পড়লে সিনেমাটির ভবিষৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে সেই অনিশ্চয়তা কেটে গেছে। সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী।  

জানা যায়, বুধবার (২৯ জুন) এফডিসির ডাবিং স্টুডিওতে এই সিনেমার ডাবিং সম্পন্ন করা হয়। সেখানেই নিজের অংশের ডাবিং করেছেন মৌসুমী।

তিনি বলেন, ‘সোনার চর’ একটি জীবন-ঘনিষ্ঠ সিনেমা। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। গরমের কারণে শুটিং করছি না করে ডাবিং করেছি।

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’ পরিচালনা করছেন জাহিদ হোসেন। এই নির্মাতা বলেন, সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ। কিছু অংশের শুটিং বাকি আছে। শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেব।  

মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান ছাড়াও ‘সোনার চর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধাসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।