ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

নতুন সিনেমার পোস্টারে হৈচৈ ফেলে দিলেন বিজয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২, ২০২২
নতুন সিনেমার পোস্টারে হৈচৈ ফেলে দিলেন বিজয়! বিজয় দেবেরাকোণ্ডা

দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার নতুন সিনেমা ‘লাইগার’। সিনেমাটির প্রকাশিত পোস্টারে হাজির হয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন তিনি!

তেলেগু অভিনেতা বিজয় এই সিনেমাটি দিয়ে বলিউডে পা দিচ্ছেন।

এতে তাকে বক্সার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।  

শনিবার (০২ জুলাই) প্রকাশের পর ‘লাইগার’র পোস্টার নিয়ে আলোচনা-সমালোচনা দুইটিই হচ্ছে। কারণ পোস্টার একেবারে কাপড়বিহীন দেখা গেছে বিজয়কে। অনেকে অবশ্য বিজয়ের সাহসিকতার প্রশংসা করেছেন।

পোস্টারটিতে দেখা যাচ্ছে- বিজয়ের হাতে বক্সিং গ্লাভস কিন্তু শরীরে একটা সুতোও নেই। সম্পূর্ণ নগ্ন অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন তিনি। হাতে থাকা একগুচ্ছ গোলাপ দিয়ে লজ্জা আবরণ করেছেন অভিনেতা।  

বিজয় পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে লেখেন, ‘এই সিনেমাটি আমার সবকিছু নিয়ে নিয়েছে। অভিনয়, মানসিক ও শারীরিকভাবে আমার সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। ’

বিজয়ের এই ছবিতেই তোলপাড় শুরু নেটদুনিয়ায়। করণ জোহরের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। এতে তার সহশিল্পী অনন্যা পাণ্ডে ও মাইক টাইসন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।