ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রাক্তন স্বামীর বিয়ে, শুভেচ্ছা জানালেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
প্রাক্তন স্বামীর বিয়ে, শুভেচ্ছা জানালেন শবনম ফারিয়া স্ত্রীর সঙ্গে হারুনুর রশীদ অপু ও শবনম ফারিয়া

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। কিন্তু ভালোবাসার সেই সংসার টিকেছিল এক বছর ৯ মাস।

বিচ্ছেদ ভুলে জাহিন রহমানের সঙ্গে দ্বিতীয় সংসার শুরু করেছেন ফারিয়া। চলতি বছরের মে মাসে সে খবর গণমাধ্যমে এসেছে। যদিও এই বিয়ের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই অভিনেত্রী।

এবার ফারিয়ার দেখানো পথেই হাঁটলেন প্রাক্তন স্বামী অপু। তিনিও বিয়ে করেছেন। সামাজিকমাধ্যমে নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে প্রাক্তন স্বামীর বিয়ের ছবি যুক্ত করেন ফারিয়া। এর সঙ্গে তিনি লেখেন, ‘অভিনন্দন, শুভকামনা। ’

এর আগে বিচ্ছেদের বছরখানেক পর ২০২১ সালে  প্রাক্তন স্বামী অপুর নির্যাতনের কথা জানিয়েছিলেন ফারিয়া। ওই সময় তার অভিযোগের পাল্টা জবাবও দিয়েছিলেন অপু।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।