ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে আসছে অপূর্ব-সাবিলার ‘এক্সচেঞ্জ রিটার্নস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
ঈদে আসছে অপূর্ব-সাবিলার ‘এক্সচেঞ্জ রিটার্নস’ জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর

সাধারণত ছেলেদের দ্বারা মেয়েদেরকে রাস্তাঘাটে নানাভাবে উত্ত্যক্ত হতে দেখা যায়। কিন্তু ‘এক্সচেঞ্জ রিটার্নস’র গল্পটা ভিন্ন! এখানে দেখা যাবে এর উল্টোটা।

মূলত নারী নির্যাতনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নির্মিত হয়েছে এই নাটকটি!

২০২০ সালে প্রচারিত নভেম্বরে ‘এক্সচেঞ্জ’ নাটকে দেখা যায়, সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় আড্ডা মারছিলেন। এসময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপূর্ব। তাকে দেখেই সাবিলা তার বন্ধুদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত করা শুরু করলেন অপূর্বকে! 

তখন নাটকটি দারুণ প্রশংসিত হয়, যে কারণে সেই প্রেক্ষাপটে এই ঈদে একই রূপে আবারও হাজির হচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাবিলা নূর। যেখানে দেখা যাবে পথে-ঘাটে উত্ত্যক্ত করার পর অপূর্বকে এবার বিয়ে করেন সাবিলা!

এবারও মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে ‘এক্সচেঞ্জ রিটার্নস’ নির্মাণ করেছেন রুবেল হাসান।

এ প্রসঙ্গে রুবেল হাসান বলেন, ‘আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। নারীদের ভালোবাসুন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এই দিকটাই এবারের কাজটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। ’

জানা যায়, সিএমভির ইউটিউব চ্যানেলে ‘এক্সচেঞ্জ রিটার্নস’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।