ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

দেবলীনার সঙ্গে সুরজিতের গান-আড্ডা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
দেবলীনার সঙ্গে সুরজিতের গান-আড্ডা

‘ফাগুনের মোহনায়’, ‘লাল পাহাড়ের দেশে যা’, ‘এই ফাল্গুনী পূর্ণিমা রাতে চল পালায়ে যাই’- এমন জনপ্রিয় গানের শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। ওপার বাংলার এ শিল্পী এবার গাইলেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়।

 

ঈদুল আজহা উপলক্ষে বিটিভিতে প্রচার হবে বিশেষ সংগীত অনুষ্ঠান ‘উৎসবের গান’। এ অনুষ্ঠানেই নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন সুরজিৎ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী দেবলীনা সুর।  

অনুষ্ঠানটিতে গান শোনানোর পাশাপাশি সুরজিৎ নিজের জীবনের নানা বিষয় নিয়েও আড্ডা দেবেন। একসঙ্গে মেতে উঠবেন গান-আড্ডায়।

সুমন সাহার গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। প্রচারিত হবে ঈদের ২য় দিন সকাল ১০টা ১০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।