ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন অক্ষয়

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন অক্ষয় অক্ষয় কুমার

জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সম্প্রতি বেশ গুঞ্জন উঠেছে। অনেকেই ধারণা করছেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিতে পারেন বলিউডের ‘খিলাড়ি’।

তবে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অক্ষয়। তিনি জানিয়েছেন, আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। অভিনয় করেই খুশি আছেন; সিনেমাই করতে চান।   

সম্প্রতি এক সাংবাদ সম্মেলনে অক্ষয় বলেন, ‘আপাতত, রাজনীতিতে নয়, অভিনয় নিয়ে ভালোই আছি। সিনেমার মাধ্যমেই সামাজিক বিষয়গুলোকে সামনে আনতে চাই। ১৫০ টি সিনেমার প্রযোজনা করেছি। রক্ষা বন্ধন সিনেমাটি কয়েকদিন পর মুক্তি পাবে। আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই। ’

আগামী ১১ আগস্ট মুক্তি পাবে ‘রক্ষা বন্ধন’। ইতোমধ্যেই সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। ভাই-বোনের সম্পর্কের ওপর ভিত্তি সিনেমাটি নির্মাণ করেছেন আনন্দ এল রাই। অক্ষয় ছাড়াও এতে আরো অভিনয় করছেন ভূমি পেডনেকার, শাহেজমেন কৌর, দীপিকা খান্না, সাদিয়া খাতিব, স্মৃতি শ্রীকান্ত।

পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে লন্ডনে আছেন অক্ষয়। ‘রক্ষা বন্ধন’ ছাড়াও এই অভিনেতার ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘মিশন সিনড্রেলা’, ‘ওএমজি ২’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।