ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

হিমির প্রেমিক হতে চান সালমান মুক্তাদির!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
হিমির প্রেমিক হতে চান সালমান মুক্তাদির! জান্নাতুল সুমাইয়া হিমি-সালমান মুক্তাদির

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির কোরবানির ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এরমমধ্যে অন্যতম ‘আমি প্রেমিক হতে চাই’।

মিষ্টি প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। এতে জান্নাতুল সুমাইয়া হিমির বিপরীতে দেখা যাবে তাকে।

সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। লিমন আহমেদের রচনায় ‘আমি প্রেমিক হতে চাই’ পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।  এটি প্রচার হচ্ছে রবি বিঞ্জ অ্যাপে।  

নাটকটি নিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘মাঝে অনেকদিন অভিনয় করা হয়নি। এখন কিছু কাজ করছি। নিয়মিত হবো কিনা জানি না তবে কাজ করবো। জিয়া উদ্দিন ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ আর হিমির সঙ্গে এর আগেও কাজ করেছি। খুব মজার একটি গল্পের নাটক। ঈদের আনন্দে এটি দর্শকের মনে বাড়তি খুশি যোগ করবে বলে আমার বিশ্বাস। ’

হিমি বলেন, ‘সালমানের সঙ্গে আগেও কাজ করেছি। অনেকদিন পর আবারো কাজ করে ভালো লাগছে। খুব মজা করে কাজটি করেছি আমরা। মজার কিছু দৃশ্য আছে, সংলাপ আছে। দর্শক বিনোদিত হবেন বলেই আশা করছি। ’

নাটকটিতে সালমান ও হিমি ছাড়াও অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, জাকি আহমেদ জারিফ, আলভী প্রীতি, রাসেল আহমেদ, ডিকন প্রমুখ।

উল্লেখ্য, ৪ বছর আগে সর্বশেষ ২০১৮ সালে একসঙ্গে কাজ করেছিলেন সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হিমি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।