ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিক-প্রেমিকাদের খুনসুটির গল্পে প্রমার গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
প্রেমিক-প্রেমিকাদের খুনসুটির গল্পে প্রমার গান প্রমা ইসলাম

এই সময়ের কণ্ঠশিল্পী প্রমা ইসলাম। নজরুল গীতির চর্চা নিয়মিত করলেও সব ধরনের গানেই পারদর্শী তিনি।

ঈদুল আজহায় প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান-ভিডিও ‘দূরে সরে যাচ্ছো’।

অপু আমানের কথা, সুর ও সঙ্গীতয়োজনে তৈরি হয়েছে গানটি। এর ভিডিও নির্মাণ করেছেন সম্রাট আজাদ। ভিডিওতে অভিনয় করেছেন রাব্বি চৌধুরী ও আফ্রিদি আয়শা রুশা। আছে প্রমা ইসলামের উপস্থিতিও।  

গানটি প্রসঙ্গে প্রমা ইসলাম বলেন, ‘দূরে সরে যাচ্ছো’ গানটি প্রেমিক-প্রেমিকাদের প্রতিদিনের ঘটে যাওয়া খুনসুটির গল্প। একটার মিষ্টি প্রেমের গান। সাধ্যমত গাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে। তাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম স্বার্থক।  

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদুল আজহার আয়োজনে তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপ-এ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।