ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

অসুস্থ পড়শীর মুখে করতে হলো অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
অসুস্থ পড়শীর মুখে করতে হলো অস্ত্রোপচার সাবরিনা পড়শী

জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শীর মুখে অস্ত্রোপচার করা হয়েছে। গেল ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. মো. তাহসিন আহমেদ এবং ডা. প্রফেসর আবুল হান্নানের অধীনে পড়শীর মুখে অস্ত্রোপচার হয়েছে।

বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন পড়শী। এই বিষয়টি নিশ্চিত করেছেন তরুণ এই গায়িকার মা।

তিনি বলেন, ‘পড়শী ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিলেন। তাই তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। এটি একটি মেজর অপারেশন ছিল। এজন্য সময় লেগেছে তিন ঘণ্টা। মুখের ভেতরে অনেকগুলো সেলাই করা হয়েছে। এখন পড়শী পুরোপুরি বিশ্রামে রয়েছে। ’

তিনি আরো বলেন, ‘এখন ধীরে ধীরে কথা বলতে পারছে। সবাই পড়শীর জন্য দোয়া করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে পড়শী আবারো কাজে ফিরতে পারে। ’

গানের বাইরে অভিনয়ও করছেন পড়শী। এবার ঈদে তার অভিনীত একটি বিশেষ নাটক প্রচার হবে। নাটকের নাম ‘শাদী মোবারক’। এতে ফারহানের বিপরীতে দেখা যাবে তাকে।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।