ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের দ্বিতীয় দিন তাদের ‘কানামাছি’ 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
ঈদের দ্বিতীয় দিন তাদের ‘কানামাছি’ 

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কানামাছি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান ও সারিকা সাবাহ।

নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা আলোক হাসান।

এ প্রসঙ্গে নির্মাতা আলোক হাসান বলেন, দর্শকদের বিনোদনের কথা ভেবেই নাটকটি বানানো হয়েছে। ‘কানামাছি’ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি, নাটকটি দর্শকরা উপভোগ করবেন।

‘কানামাছি’ নাটকে ফারহান ও সারিকা ছাড়াও আরও অভিনয় করেছেন চাষী আলম, তানজিম অনিকসহ আরো অনেকে।  

ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪ টায় এসএ টিভির বিশেষ আয়োজনে নাটকটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।