ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

ক্যানসারকে পরাজিত করে অভিনয়ে ফিরছেন ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
ক্যানসারকে পরাজিত করে অভিনয়ে ফিরছেন ঐন্দ্রিলা ঐন্দ্রিলা শর্মা

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন ঐন্দ্রিলা শর্মা। জীবনযুদ্ধে জিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই খবর পাওয়া গিয়েছিল খুব শিগগিরই অভিনয়ে ফিরবেন তিনি।

সেই কথা রেখেছেন অভিনেত্রী। শিগগিরই ওটিটিতে দেখা যাবে ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকের নায়িকাকে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জি বাংলা অরিজিনাল ফিল্ম ‘ভোলে বাবা পার করেগা’-তে অভিনয় করছেন ঐন্দ্রিলা। ক্যানসার থেকে সেরে ওঠার পর এটিই হচ্ছে তার প্রথম সিনেমা।  

দীর্ঘদিন পর ফেরা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সমস্ত মন-প্রাণ দিয়ে এটাই চেয়েছিলাম। সেটাই হচ্ছে। আনন্দ যেন ধরে রাখতে পারছি না। ’

ক্যানসার আক্রান্ত হওয়ার পর অনেকবার কেমোথেরাপি দিতে হয়েছে ঐন্দ্রিলা শর্মাকে। এখনো মাথার চুল ছোট। তবে এ নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে।

এই অভিনেত্রী বলেন, ‘ভেবেছিলাম, ছোট চুল নিয়ে সমস্যা হতে পারে। হয়তো পরচুলা পরতে হবে। পরিচালক অভিমন্যু মুখার্জি আশ্বস্ত করেছিলেন, পর্দায় আমাকে আমার মতোই দেখাবেন তিনি। ’

সিরিজটিতে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। ঐন্দ্রিলা বলেন, ‘বাস্তবেও অনির্বাণদা অনেক ভালো। তিনি এতো বড় অভিনেতা অথচ মাটির মানুষ। তার সঙ্গে অভিনয় করে ভীষণ তৃপ্তি পেয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।