ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

ডায়েট নয়, বেশি বেশি খাওয়া-দাওয়া করুন: বুবলী 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ডায়েট নয়, বেশি বেশি খাওয়া-দাওয়া করুন: বুবলী  শবনম ইয়াসমিন বুবলী

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী শরীরচর্চার বিষয়ে বেশ মনোযোগী। তবে নিয়মিত ডায়েট মেনে চলা ও জিম করলেও ঈদের দিনে খাবারের ক্ষেত্রে তার ভিন্ন মত।

একটি ভিডিও বার্তায় এই অভিনেত্রী বলেন, ‘ঈদের এ কয়েকটা দিন কোনও ডায়েট নয়। বেশি বেশি খাওয়া-দাওয়া করুন। জিম তো করাই যাবে। তবে ঈদের সময় ডায়েট করতে হবে এর একদম পক্ষে নই আমি। তাই সবাই বেশি করে খাবেন। ’

তবে বুবলী করোনার বিষয়ে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন ভক্তদের। তিনি বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গত তিন বছর যাবৎ কোভিড যাচ্ছে, আসছে। এটার প্রকোপ কিন্তু এখনো আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সমস্ত বিধি নিষিধ মেনে ঈদ উদযাপন করব। অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। শুধু নিজে ভালো থাকলে হবে না। আশেপাশের মানুষকে নিয়ে ভালো থাকতে হবে। ’ 

তিনি আরো বলেন, ‘যতটুকু সম্ভব আশেপাশের মানুষদের নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন। শুধু ঈদের দিন নয়, বছরের প্রতিটি দিন আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকুন। ’

এবারের ঈদে বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি মুক্তি পায়নি।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।