ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের শুভেচ্ছা জানিয়ে জয়া আহসান

‘ত্যাগের মহিমায় ঈদের আনন্দ হোক আরো পরিপূর্ণ’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
‘ত্যাগের মহিমায় ঈদের আনন্দ হোক আরো পরিপূর্ণ’ জয়া আহসান

ঈদুল আজহার দিনে শোবিজের তারকারাও নিজ নিজ অবস্থান থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তাদের ভক্তদের সঙ্গে।

সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।  

এই অভিনেত্রী বলেন, ‘ত্যাগের মহিমায় ঈদের আনন্দ হোক আরো পরিপূর্ণ। আমার পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ’

কাজের সুবাদে মাঝেমধ্যেই কলকাতায় থাকা হয় জয়া আহসানের। জানা গেছে, বর্তমানে দেশেই রয়েছেন এই তারকা। পরিবার নিয়ে ঢাকার বাসায়ই ঈদ উদযাপন করছেন তিনি।

সর্বশেষ জয়া আহসানকে ‘ঝরা পালক’ নামের সিনেমায় দেখা গেছে। এটি নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প অবলম্বনে। কলকাতার সিনেমাটিতে জয়া অভিনয় করেছেন ব্রাত্য বসুর বিপরীতে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।