ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

প্রায় এক বছর মাংস খাননি শ্রীলেখা! 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
প্রায় এক বছর মাংস খাননি শ্রীলেখা!  শ্রীলেখা মিত্র

ভারতের পশ্চিমবঙ্গের নায়িকা শ্রীলেখা মিত্রর অসংখ্য ভক্ত। সামাজিকমাধ্যমে সরব থাকতে পছন্দ করেন তিনি।

জড়ান বিতর্কেও। এগুলো সহজভাবেই মেনে নেন তিনি।

সম্প্রতি সামলে উঠেছেন অস্ত্রোপচার। একটি চোখেই আপাতত শুরু করেছেন লেখালেখি। তার‌ মধ্যেই বৃহস্পতিবার এক পোস্টে শ্রীলেখা জানান 'এটাই বোধহয় তার আধ্যাত্মিক জীবনের সূচনা'।

তবে সংসারের মায়া ত্যাগ করেননি শ্রীলেখা। তবে ঠিক এক বছর আগে শ্রীলেখা সিদ্ধান্ত নেন কোনো ধরণের মাংস না খাওয়ার। দিন কয়েক আগে সেই বর্ষপূর্তির কথাই জানান তিনি।  

শ্রীলেখা জানান, অবলা চারপেয়ে সন্তানদের প্রতি অগাধ ভালোবাসা থেকেই গত বছর আজকের দিনে মাংস খাওয়া ছাড়েন তিনি এবং এক বছর ধরে নিজের সিদ্ধান্তে অনড়ও থাকতে পেরেছেন। তাই তার মনে হচ্ছে তিনি আধ্যাত্মিক জীবনের জন্য প্রস্তুত।  

তবে তার এই গল্পে যে একটা ছোট্ট টুইস্টও আছে। সে কথাও এদিন লেখেন তিনি। অকপটে শ্রীলেখা স্বীকার করেন, মাংস খাওয়া থেকে বিরত থাকলেও ইলিশ মাছ খাওয়া তিনি বন্ধ করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এনএটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।