ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

রণবীর চান মেয়ে সন্তান, আলিয়া চান ছেলে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
রণবীর চান মেয়ে সন্তান, আলিয়া চান ছেলে আলিয়া ভাট ও রণবীর কাপুর

বিয়ের আড়াই মাসেই মা-বাবা হতে যাওয়ার খবর জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের আগ্রহ একটি প্রশ্ন জানতেই।

সেটি হচ্ছে- বলিউডর এই দম্পতির ঘরে ছেলে না মেয়ে সন্তান আসছে?

তবে খবর এখনই জানা না গেলেও সম্প্রতি একটি শোয়ে হাজির হয়ে সন্তান নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রণবীর কাপুর জানিয়েছেন, ‘আমার মেয়ে চাই। ’

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, ২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকার ইউটিউবে আছে, যেখানে আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জনও রয়েছেন। সেখানে আলিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কয়টি সন্তান নিতে চান তিনি। আলিয়া উত্তর দিয়েছিলে ‘দুই ছেলে’।

বিয়ের প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, বাচ্চা নেওয়ার জন্যই বিয়ে করব। যদি আমি মনে করি, এই সময় আমি সন্তান নিতে চাই এবং সন্তান ধারণের জন্যও প্রস্তুত; আমি বিয়ে করব। ’

পাঁচ বছর প্রেমের পর গেল ১৪ এপ্রিল বিয়ে করেছেন আলিয়া-রণবীর। সামনে তাদের অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর। এর মাধ্যমেই প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হবেন তারা।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।